বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

জনশুমারি ও গৃহগণনায় দেশীয় ট্যাব ব্যবহার করতে চাই: অর্থমন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে দেশীয় ট্যাব ব্যবহারের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ট্যাব কেনার প্রস্তাব বারবার ফেরত পাঠানো হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় র্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ট্যাব কেনার প্রস্তাবটি ঠিক করে পাঠানোর জন্য বলা হয়েছে। এছাড়া শুমারির কথা বিবেচনা করে আগামী ১০ দিনের মধ্যে ক্রয় কমিটিতে প্রস্তাবটি পাঠানোর অনুরোধ করা হয়েছে। বিবিএস প্রস্তাবটি পরবর্তীতে পাঠালে ক্রয় কমিটিতে আবারও তোলা হবে।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, আমরা দেশের প্রোডাক্ট ব্যবহার করতে চাই। আমরা রফতানি করা পণ্য ব্যবহার করতে চাই না। আমাদের দেশে যেসব পণ্য তৈরি করা হচ্ছে সেগুলোই আমরা ব্যবহার করতে চাই। এটা আমাদের ডিজিটাল বাংলাদেশের জন্য গৌরবের হবে। তাই বিবিএস-কে বলা হয়েছে, আরও তথ্য-প্রমাণ দিয়ে প্রস্তাবটি পাঠাতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img