বুধবার, জুন ২৫, ২০২৫

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৭ কোটি

spot_imgspot_img

বিশ্বে এখন নতুন আতংক করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের বিধিনিষেধ জারি করা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আরও তিন হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাশিয়ায় মারা গেছেন এক হাজার ২৩ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৪৪২ জন। এসময়ে সেরে উঠেছেন তিন লাখ ২৮ হাজার ৩৯০ জন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭০ হাজার ১৭৬ জনে। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ২৬২ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img