বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

রাজনৈতিকসহ নানা কারণে অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলদেশ এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ স্বচ্ছ একটি তালিকা দেশবাসীকে উপহার দিতে না পারা ক্ষমতাসীন সরকারের ব্যর্থতা। ​রাজনৈতিক মতভিন্নতাসহ অন্য যে কোন কারণে যে সকল প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত রয়েছেন ডিসেম্বর’২১ এর মধ্যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে।

শনিবার (২০ নভেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের উদ্যোগে দলের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ১৯৭১ এ নিজের ও পরিবারের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া অনেক মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি বঞ্চিত থেকে মানবেতর জীবন যাপন করার সংবাদ প্রকাশিত হচ্ছে। এমন সংবাদ দেশবাসীর জন্য লজ্জার।

তিনি বলেন, দেশের মানুষ যে আশা নিয়ে দেশকে স্বাধীন করেছিলো সে আশা আজও পূরণ হয়নি। দুর্ণীতি, লুটপাট, বৈষম্য, জুলুম-নির্যাতন চলছে। ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত। এ পরিস্থিতিতে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চরমোনাইর পীরের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির, নাটোরের বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, খুলনার বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, চট্টগ্রামের সাবেক সেনা সদস্য মোঃ আলী, বরিশালের আবদুস সালাম, ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাষ্টার, সিলেটের মহিউদ্দীন আল মামুন, সুনামগঞ্জের নিজাম উদ্দীন, মুফতী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img