বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

আল্লাহ তায়ালা যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, যতো অসুস্থ হোক, আল্লাহ তায়ালা যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন।

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চলমান গণঅনশন কর্মসূচিতে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ অবৈধ সরকারকে যতোদিন না নামাতে পারবো, ততোদিন এ আন্দোলন চলবে। নাগরিক ঐক্য আপনাদের সঙ্গে থাকবে। এ সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। সরকারের গলায় গামছা লাগিয়ে দাবি আদায় করতে হবে।

তিনি বলেন, বিএনপির যে কোনো কর্মসূচিতে আগেও সংহতি জানিয়েছি, সামনেও জানাবো। আমি মনে করি, আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়। সামনে আরও কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে আমি ও আমার দল নাগরিক ঐক্য অংশগ্রহণ করবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ভারতের কৃষকরা তাদের দাবি আদায় করেছে। ভারতের এক নেতা দুই হাত দিয়ে করজোড়ে ক্ষমা চেয়েছে। আমি মনে করি, আমার দেশেও একদিন সময় আসবে। বর্তমান সরকার করজোড়ে ক্ষমা চাইবে। কিন্তু দেশের জনগণ ক্ষমা করবে না।

তিনি বলেন, যতো বাধা বিপত্তি আসুক না কেন, আপনাদের এ কর্মসূচ যেন চলতে থাকে। তারপরে সব মানুষকে একত্রিত করে আন্দোলন এমন পর্যায়ে নিতে হবে যাতে এই স্বৈরাচারি সরকার পতন হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img