ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শিগগিরি আইন তৈরি করা হবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মহাসচিব সিটি রবি।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মুসলিমবিরোধী ওই বিস্ফোরক মন্তব্য করেন।
সিটি রবি বলেন, শিগগিরি গরু জবাইয়ে নিষেধাজ্ঞা কর্ণাটকে বাস্তবে পরিণত হবে।
উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা বলেন, আমি কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানকে অনুরোধ করেছি গরু জবাই বন্ধে ‘কর্ণাটক গবাদিপশু জবাই রোধ ও গবাদি পশু সংরক্ষণ বিল মন্ত্রীসভায় পাশ করান যাতে এটি আসন্ন বিধানসভা অধিবেশনে পাশ করানো যায়।
অন্যদিকে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপিশাসিত হরিয়ানা সরকার গরু চোরাচালান ও গরু জবাই বন্ধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গঠনের সিদ্ধান্ত নিয়েছে।