ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে মালেকা আইয়ূবী নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজ হাতে কুরআন লিখে প্রশংসায় ভাসছেন। মালিকা আইয়ূবীর বয়স ১৭ বছর। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। পড়ালেখার পাশাপাশি মালিকা আইয়ূবী সিদ্ধান্ত নেয় যে, নিজ হাতে পবিত্র কুরআন লিখবে। অতপর কয়েক মাস প্রচেষ্টার পর তিনি এই সফলতা অর্জন করেন।
মালেকা আইয়ূবী বলেন, যখন আমি স্কুলে দ্বাদশ শ্রেণীতে ছিলাম তখন আমি কুরআনে কারীম লিখতে শুরু করি এবং দশ মাসে তা শেষ করি।
মেয়েকে নিয়ে গর্ববোধ করে মালেকার বাবা মুহাম্মাদ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, আমি আমার মেয়ের জন্য গর্বিত। মালেকার কুরআন লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, সেটি অনেক আগে থেকেই আমি বুঝতে পেরেছিলাম।
তিনি আরও বলেন, হাতে কুরআন লেখা সত্যিই কঠিন। এমন কঠিন এবং প্রতিভাপূর্ণ কাজ সম্পন্ন করাতে মেয়েকে নিয়ে আমরা সকলেই গর্বিত।
আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কটের বিষয়টি উল্লেখ করে মালেকার বাবা বলেন, অর্থনৈতিক সঙ্কটের কারণে এখানে শিক্ষার সুযোগ কমে গেছে। আমরা আমাদের মেয়ের লেখার জন্য একটি কাগজের পাতা সংগ্রহ করতেও অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। সচরাচর কাগজ পাওয়া যায় না। পাওয়া গেলেও তা অনেক চড়া মূল্যে কিনতে হয়।