গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা তিন মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী জামিন চেয়ে আপিল করেছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা।
আইনজীবীরা বলেন, সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন খারিজ করেন। সাইবার ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল করা হয়েছে।