রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম হাটহাজারি মাদরাসার দীর্ঘদিনের মহাপরিচালক শাযইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আছর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করবেন আল্লামা নূর হোসাইন কাসেমী।
মাহফিলে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী রহ.এর উপর স্মৃতিচারণ করবেন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার পক্ষ থেকে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার উলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম-খতীবদের প্রতি আহ্বান জানানো হয়েছে।