ইনসাফ | সোহেল আহম্মেদ
উত্তর সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘের দাবি প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘের অভিযোগকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে তুরস্ক । তুরস্ক এ ব্যাপারে তাকে জড়িয়ে জাতিসংঘের সমালোচনার নিন্দা জানাচ্ছে এবং এ অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক কেবল রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় লিপ্ত থাকা বিদ্রোহীদের সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বেসেলেট বলেছেন, উত্তর সিরিয়ার কিছু অংশে মানবাধিকার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এসময় তিনি তুরস্ককে তাদের নিয়ন্ত্রণাধীন সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বারা করা লঙ্ঘন যাতে আর না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান।
সূত্র : মিডলইস্ট মনিটর