বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের খোজ-খবর নিতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ইমাম ওলামা পরিষদের প্রতিনিধিরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে সংগঠনটির কিশোরগঞ্জের একটি প্রতিনিধি দল আহতদের দেখ হাসপাতলে যান।
সংগঠনের পক্ষ থেকে আহতদের মঝে আর্থিক সহযোগিতা করা হয়। তারপর শহীদদের জন্য দোয়া ও আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান করেন ইমাম ওলামা পরিষদ কিশোরগঞ্জ
এসময় উপস্থিত ছিলেন, ইমাম ওলামা পরিষদের সহ সভাপতি ও জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদ, সাধারণ সম্পাদক ও জামিয়া নূরানিয়া তারাপাশা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ও গুরুদয়াল কলেজ মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, জামিয়া আমীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস আমীনি, কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক অভি চৌধুরী, ইকরামুল ইসলাম প্রমুখ।