শনিবার, অক্টোবর ৫, ২০২৪

দীপু মনির গ্রেফতারের সংবাদে চাঁদপুরে মিষ্টি বিতরণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির গ্রেফতারের সংবাদ শোনার পর চাঁদপুর-৩ এর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন বিরোধীদলীয় নেতাকর্মীরা।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বিরোধীদলীয় নেতাকর্মীরা। তার মদদপুষ্টে সর্বশেষ গত ১৮ জুলাই ও ৪ আগস্ট দু দফায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বিএনপি সব সময় ন্যায় বিচারের পক্ষে। কিন্তু গত ১৬ বছর শত শত মামলা হামলা নির্যাতন করে আমাদের মজলুম হিসেবে দমিয়ে রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সাবেক মন্ত্রী দীপু মনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা চাঁদপুর জেলা বিএনপির।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img