শনিবার, জুলাই ২৭, ২০২৪

চীনের বিরুদ্ধে ৩০ হাজার প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ

সম্প্রতি বিবিসি একটি বিবৃতিতে জানায়, চলতি বছরের শুরুতে এ সাইবার হামলা চালানো হয় বলে দাবি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো।

মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে এই হামলা হয়েছে চীনা ভূখণ্ড থেকে।

যুক্তরাজ্য বলছে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক তথ্য নেয়ার জন্য এমনটি করেছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি রেন্ডি গ্রোস ম্যান জানিয়েছেন, কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। য

দিও চীন বরাবরের মতো এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img