রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বিরোধী পক্ষকে সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগানোর আহবান আফগান প্রধানমন্ত্রীর

দেশী-বিদেশী সকল বিরোধী পক্ষকে তালেবান নেতৃত্বাধীন সরকারের সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগানোর আহবান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ।

সম্প্রতি ঈদুল আযহার নামাজ আদায়ে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ বলেন, ইমারাত সরকারের দেশী-বিদেশী সকল বিরোধী পক্ষের উচিত সরকারের সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগানো। বিরোধিতা ও বিদ্বেষ পোষণ বন্ধ করা। শান্তি ও সম্প্রীতির পথ বেছে নেওয়া। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া।

এছাড়া ঈদ উপলক্ষে এতিম, বিধবা, অসহায় ও গৃহহীন পরিবারগুলোর সাহায্যে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান। আরবি জিলজ্বের এই সময়ে দাতব্য কাজের গুরুত্ব ও তাৎপর্যের কথা তুলে ধরেন। এর প্রতি গুরুত্বারোপ করেন।

সূত্র: হুররিয়াত

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img