রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় একজন গ্রেপ্তার

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন।

এজাহারে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর ফেসবুকে লিখেন ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img