শনিবার, মে ৪, ২০২৪

এরদোগানের সাথে বৈঠক করলেন ইসমাইল হানিয়া

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

শনিবার (২০ এপ্রিল) তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে তাদের অনুষ্ঠিত হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন মতে, গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের মধ্যে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান হামাস নেতা ইসমাইল হানিয়া। শনিবার ইস্তাম্বুলে হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন এরদোগান।

বৈঠকে গাজ্জায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেছেন তারা।

গাজ্জায় ইসরাইলের মোকাবিলায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতি অনুসারে এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং ঐক্যের সাথে কাজ করা অত্যাবশ্যক। ইসরাইলকে সবচেয়ে শক্তিশালী জবাব প্রদান এবং বিজয়ের পথ ঐক্য ও অখণ্ডতার মধ্যেই নিহিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img