শুক্রবার, মে ৩, ২০২৪

১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করল ছাত্রলীগ

সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে পাঁচ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া “পরিবেশ দিবস-২০২৪” কেন্দ্র করে সংগঠনটি এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনার কথা জানিয়েছে।

এক বিবৃতিতে ছাত্রলীগ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ছাত্রসমাজের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে, সর্বসাধারণের জন্য হিট এলার্ট জারি করেছে এবং প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা প্রদান করেছে।

ছাত্রলীগ নেতাকর্মীদের এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে। নির্দেশনাগুলো হলো–

১। চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।

২। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে।

৩। শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে।

৪। রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে।

৫। প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট পাঁচ শত বৃক্ষরোপণ করবে।

৬। বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৭। বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img