শুক্রবার, মে ৩, ২০২৪

ইসরাইলী অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে চরম উপহাস করে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

তিনি বলেন, শুক্রবারের হামলা ইরানের কাছে কোনো ঘটনাই নয়। ইসরাইল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো।

শনিবার (২০ এপ্রিল) এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় দখলদার ইসরাইল। মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়েই উপহাস করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে আমির আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব।

আবদুল্লাহিয়ান জানান, গত সপ্তাহে ইসরালকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটা সতর্কতা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মত বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত। কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img