মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

২০০ পাকিস্তানী নাগরিককে গ্রেপ্তার করল ইরান

spot_imgspot_img

ইরান সীমান্তের তাফতান এলাকায় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ২০৩ পাকিস্তানী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইরান জানায়, এসময় পাকিস্তানিরা বৈধ কোন কাগজ না দেখাতে পারায় ইরানের নিরাপত্তা বাহিনী আটক করে তাদের।

জানা যায়, যেসব পাকিস্তানী নাগরিকদের আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করছিলো। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছে তারা।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলোচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে বেলোচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ইরান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img