মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সোমবার এই নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।
শনিবার (২০ মার্চ) কূটনীতিকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার মাধ্যমে খবরটি জানা যায়।
জাতিসংঘের এক কর্মকর্তা অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র সংক্রান্ত অনুপ্রবেশ বন্ধে আরজি জানিয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আওতায় ১১ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের ইউরোপের থাকা সম্পত্তি জব্দ ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে। তবে শুরুতেই সেনা বাহিনীর সঙ্গে থাকা বাণিজ্য চুক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে সামনে এ ধরনের পদক্ষেপ আসতে পারে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই আটক করা হয় অং সান সু চিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনৈতিক নেতাকে। এরপর থেকেই উত্তপ্ত মিয়ানমারের রাজপথ। এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৩৪ জন নিহত হয়েছেন।