মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের জন্য সকল মসজিদে দোয়ার আহবান ইসলামিক ফাউন্ডেশনের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষভাবে দোয়া ও মোনাজাতের আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল রবিবার সকাল ১১ টায় জাতীয় মসজদে বায়তুল মোকাররম প্রাঙ্গনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কুরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমী ও সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আজ শনিবার (২০ ফ্রেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।