সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ফিলিস্তিনিদের আনন্দ সহ্য করতে না পেরে পশ্চিম তীরে ইসরাইলি নাগরীকদের হামলা

গাজ্জায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর ও প্রথামিক ৯০ ফিলিস্তিনি মুক্তি পাওয়ায় আনন্দ উল্লাস করছেন ফিলিস্তিনের নাগরিকরা। তাদের এ আনন্দ করতে দেখে সহ্য করতে না পেরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে ফিলিস্তিনি শহর সিনজিল আক্রমণ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফিলিস্তিনি শহর সিনজিলে এই আক্রমণ করে অবৈধ ইসরাইলি স্থাপনকারীরা। হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি বন্দিদের মুক্তির উদযাপন বধাগ্রস্থ করা।

আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, অবৈধ বসতি স্থাপনকারীরা শহরের উত্তর উপকণ্ঠে হামলা চালায়, হামলায় চারটি ফিলিস্তিনি গাড়িতে আগুন দেয় তারা। সেই সঙ্গে চারটি বাড়িতে পাথর ছুঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের বাসিন্দারা সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ছাড়াই এবং কোনও আহত হওয়ার খবর ছাড়াই ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রতিহত করতে জড়ো হয়েছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img