নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল। হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নেজামপুরী, মাওলানা নাসির উদ্দীন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।
সাক্ষাতে শিক্ষাখাতে অসঙ্গতি ও ট্র্যান্সজেন্ডার ইস্যুতে কয়েকশ পৃষ্ঠার একটি প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন হেফাজত নেতৃবৃন্দ।
সাক্ষাতের বিষয়ে মুফতী হারুন ইজহার বলেন, আমরা কোন স্বার্থজনিত কারণে নয়,বরং তাওহীদের আদর্শিক কনসার্ণের জায়গা থেকে আল্লাহ ও ঈমানদার জনগণের নিকট জবাবদিহিতা ও দায়বদ্ধতার দরুণ মন্ত্রীর সাথে সাক্ষাতে গিয়েছি। তিনি আমাদের উদ্বেগের সাথে অনেক বিষয়ে একাত্মতা পোষণ করেছেন।