ইস্তাম্বুলে অবস্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দফতর বন্ধ করলে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
এ অবৈধ দেশটির দৈনিক ইয়াদিউত অহারনোত লিখেছে, তুরস্কের সঙ্গে পূর্ণমাত্রায় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইসরাইল কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যে দফতর রয়েছে তা বন্ধ করে দিতে হবে।
পত্রিকাটি আরো লিখেছে, একইসঙ্গে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুক্তিপ্রাপ্ত বন্দিদেরকে সেদেশে তৎপরতা চালাতে দেওয়া যাবে না।