প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ পর্তুগালের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের নির্মিত যুদ্ধ জাহাজ।
বুধবার (১৮ ডিসেম্বর) এই সংক্রান্ত একটি টেন্ডার জিতে নিয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি এসটিএম। প্রকল্প অনুযায়ী, পর্তুগিজ নৌবাহিনীর জন্য দুইটি যুদ্ধজাহাজ নির্মাণ করবে তুরস্ক।
বুধবার পর্তুগালের রাজধানী লিসবনে তুর্কি কর্মকর্তাদের উপস্থিতিতে টেন্ডারটি স্বাক্ষরিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানির প্রধান হালুক গরগুন।
তিনি বলেন, “বিশ্বের সেই দশটি দেশের মধ্যে তুরস্ক রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণ করতে সক্ষম। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এসব যুদ্ধ জাহাজ ইতিমধ্যে তুরস্কের বন্ধু প্রতীম দেশগুলোর কাছে রপ্তানি শুরু করেছে আঙ্কারা।”
এসময় এসটিএম কোম্পানির জেনারেল ম্যানেজার ওজগুর গুলেরিউজ বলেন, “সামুদ্রিক পরিবহনের দিক থেকে ঐতিহাসিকভাবে নেতৃত্ব প্রদানকারী দেশ পর্তুগাল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের জন্য তুরস্ক ও এসটিএম’ এর মতো কোম্পানিকে বেছে নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
প্রসঙ্গত, টেন্ডার অনুযায়ী, আগামী ২০২৫ সালের শুরুর দিকে যুদ্ধ জাহাজ নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, তুরস্কের নির্মিত এই যুদ্ধ জাহাজটি ১৩৭ মিটার লম্বা ও সর্বোচ্চ গতিবেগ ১৮ নট ছাড়িয়ে যাবে। এছাড়াও যুদ্ধ জাহাজটিতে ড্রোন রাখার প্ল্যাটফর্ম, রিমোট কন্ট্রোল ১২.৭ এমএম মেশিন গান, বিভিন্ন ধরনের উন্নত সেন্সরসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর