ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন।
গত রবিবার (১৮ ডিসেম্বর) কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এই বিস্ফোরণটি ঘটে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে নয় জন ইরাকি পুলিশ সদস্য নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য বলেন, “একজন হামলাকারীকে আমরা হত্যা করেছি ও অন্যদের খুঁজছি,”
দায়েশ এ হামলার দায় স্বীকার করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি।
ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানী এ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও রয়টার্স