পাকিস্তানের মুফতী আজম মুফতী রাফি উসমানী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আজ শনিবার (১৯ নভেম্বর) এক শোক বার্তায় আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বিখ্যাত আলেম ও দারুল উলুম করাচীর মুহতামিম মুফতী রাফি উসমানী তাঁর পুরো জীবন দ্বীনি ইলমের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি ইলমে দ্বীনের বিশাল খিদমত করে গেছেন। একই সাথে রেখে গেছেন হাজার হাজার শিষ্য।
শোক বার্তায় আরো বলা হয়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান মরহুমের মৃত্যুকে পাকিস্তানসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করে। মহান আল্লাহ মরহুমকে মাগরিফাত ও উচ্চ মর্যাদা দান করুন।
মহান আল্লাহর দরবারে দোয়া করি, এই কঠিন সময়ে পরিবার, আত্মীয়স্বজন ও ছাত্রসহ ইলমী জগতের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফীক ও উত্তম প্রতিদান দান করুক। আমীন।