বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

দ্রব্যমূল্যের দাম কমাতে না পারলে সরকার পতনের আন্দোলন করতে হবে: নুর

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সরকারের দেওয়া ইস্যুতে আমাদের ব্যস্ত থাকলে চলবে না। আমাদের ছুড়ে দেওয়া ইস্যুতে সরকারকে কথা বলাতে হবে। দ্রব্যমূল্য যদি কমাতে না পারে তাহলে তাদের পতনের জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর হোসেন নুর বলেন, আপনাদের সামনে দুটি পথ। একটি হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। আরেকটি পথ নিষ্ঠুর নির্মম পরিণতির। দুটির একটি বাছাই করতে হবে। আপনাদের আমরা সময় দিচ্ছি।

তিনি বলেন, আমরা সংঘাত সহিংসতার রাজনীতি চাই না। প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা সম্প্রীতি-সহনশীলতার রাজনীতি চাই। কিন্তু আপনাদের কথায় ও কাজে তো মিল থাকে না। ইতিহাস তা-ই বলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img