বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আল্লামা নুর হোসাইন কাসেমী (রহ.) এর নামে রাজধানীতে মাদরাসার ভিত্তিস্থাপন সম্পন্ন

আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) এর নামে রাজধানী ঢাকার উত্তরায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুন নূর আল কাসেমিয়ার স্থায়ী ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ভবন নির্মার্ণে আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ (১৯ নভেম্বর) শুক্রবার জুম’আর নামাজ শেষে তুরাগস্থ উত্তরা নয়ানগর চেয়ারম্যান বাড়ি মোড়ে জামিয়ার স্থায়ী ক্যাম্পাসে ভারতের উত্তর প্রদেশের জামিয়া কাসেমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদের পরিচালক মাওলানা সাইয়েদ আশহাদ রশিদীসহ দেশের উল্লেখযোগ্য আলেমদের উপস্থিতিতে ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন করা হয়।

দুপুর ১২টায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহের বরেণ্য উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিমবৃন্দ এবং স্থানীয় অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পাস মসজিদে আগমন করলে জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী ও জামিয়ার শিক্ষা পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী’সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তাঁদেরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বরণ করে নেন। এসময় জামিয়ার ছাত্ররা রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অতিথিদেরকে অভ্যর্থনা জানান।

ভিত্তিস্থাপনের উদ্বোধন শেষে জামিয়ার সার্বিক উন্নতি, নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনার এবং আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) মাগফিরাত ও জান্নাতে দরজা বুলন্দীর জন্যও বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলামা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আমজাদ মাহমুদী, মাওলানা মাসউদুল করীম, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা খন্দকার মনসুর আহমদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শাহেদ জহেরী, মুফতি গোলাম মাওলা, মাওলানা ইসহাক কামাল, মাওলানা এখলাসুর রহমান রিয়াদ, মাওলানা হুযাইফা ইবনে ওমর, নাজমুল হাসান বিন নূরী প্রমুখ।

এছাড়াও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন, আলী আকবর, স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ভিত্তিস্থাপন ও দোয়া-মুনাজাতে শরীক হন।

জামিয়াতুন নূর আল কাসেমিয়া ক্যাম্পাসে ভিত্তিস্থাপন উদ্বোধন ও দোয়া-মুনাজাতের পর মাওলানা সাইয়্যেদ আশহাদ রশিদী ও অন্যান্য উলামায়ে কেরামের অংশগ্রহণে মাওলানা নাজমুল হাসান কাসেমীর পরিচালিত মহিলা মাদরাসা রওজাতুস সালিহাত এর স্থায়ী ক্যাম্পাসে ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি অন্যান্য উলামায়ে কেরাম ও গণমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে রওজাতুস সালিহাত মহিলা মাদরাসা সকল প্রতিকূলতা কাটিয়ে যাতে সার্বিক উন্নতির পথে এগিয়ে যেতে পারে, সে জন্য বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img