বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫১ লাখ ৪৬ হাজার ৭৫৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৫৭০ জন মারা যাওয়ার ফলে এ সংখ্যায় এসে দাঁড়াল।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে করোনা বিষয়ক আন্তর্জাতিক পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯২ জনে।
গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১২১ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন।