শনিবার, অক্টোবর ১২, ২০২৪

ভারতের ৮৭% ল্যাপটপ চীন থেকে কেনা

গত পাঁচ বছরে ভারতে ল্যাপটপ আমদানির পরিমাণ ৪৭% বেড়ে ২.৯৭ বিলিয়ন ডলার থেকে ৪.২১ বিলিয়ন ডলার হয়েছে। এগুলোর ৮৭% এসেছে চীন থেকে।

মোট কথা এই খাতে চীনের ‍উপর ভারতের নির্ভরশীলতা খুবই বেশি। গত পাঁচ বছরে এই আমদানির অংক ২.৮৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২.৬৫ বিলিয়ন ডলারে দাঁড়ায় বলে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক এসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত গত মার্চে শেষ হওয়া অর্থবছরের রিপোর্টে বলা হয়, ভারতের ল্যাপটপ আমদানির পরিমান প্রায় ৫ বিলিয়ন ডলারের। এর মধ্যে চীন থেকেই শুধু আনা হয়েছে ৪.৩৫ বিলিয়ন ডলারের।

এতে বলা হয়, ল্যাপটপের বৈশ্বিক ম্যানুফেকচারিং হাব হাতে গোনা কয়েকটি দেশে সীমাবদ্ধ। এক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় রফতানিকারক চীন।

সূত্র: দি হিন্দু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img