পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বুধবার (১৮ নভেম্বর) সফররত কাতারের বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল সালেম হামাদ ইকাইল আল-নাবেতের সঙ্গে পারস্পরিক ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আইএসপিআর জানায়, জেনারেল বাজওয়া বলেছেন যে কাতারের সঙ্গে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক মূল্যায়ন করে পাকিস্তান। কাতার সেনাবাহিনীর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে পাকিস্তান সেনাবাহিনী আগ্রহভরে অপেক্ষা করছে।
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় পাকিস্তান সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন সফররত বিশিষ্টজন। কাতার সশস্ত্র বাহিনীর জন্য প্রশিক্ষণের আয়োজন করায় তিনি পাকিস্তানী বাহিনীকে ধন্যবাদ দেন।
পাকিস্তানে সরকারি সফরে আসা মেজর জেনারেল আল-নাবেত এর আগে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজার সঙ্গে তার রাওয়ালপিন্ডি সদর দফতরে সাক্ষাত করেন।
মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দুই সেনাপ্রধান দ্বিপাক্ষিক পেশাগত বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ, দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে জেনারেল আল-নাবেত পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র: জিও নিউজ