আজারবাইজানি ভূখণ্ডে অপরাধ সংঘটন করায় আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়াকে জবাবদিহিতা করতে হবে মন্তব্য করেছেন আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
সোমবার (১৬ নভেম্বর) নাগোরনো-কারাবাখের দখলমুক্ত অঞ্চলে সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলিয়েভ জানান, আর্মেনীয়রা এই অঞ্চলটি ত্যাগ করার সময় সব দালান ধ্বংস ও লুটপাট চালিয়েছে। আর্মেনীয়দের উদ্দেশ আজারবাইজানিরা যেন এখানে বসবাস না করতে পারেন।
তিনি বলেন, আমরা এখানে বাস করব!আমরা এখানে চিরদিনের জন্য বাস করব!আমরা পুনরায় দালানগুলো মেরামত করব, সবকিছু করব।
আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ১৯৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘাতে ৩০ হাজার মানুষ নিহত হয়। সেই সময় বিরোধীয় অঞ্চলটির দখলকরে নেয় আর্মেনীয় সন্ত্রাসীরা।