জুনাইদ আহমদ
আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর পূর্ব নির্ধারিত তিনটি দ্বীনি মাহফিল সরকারী বাঁধায় পণ্ড হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, সীরাত সম্মেলনে বাঁধা প্রদান করে সরকার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে ইসলাম প্রচার কার্যক্রম ও ধর্ম পালন বাধাগ্রস্ত হবে। যা একজন সচেতন মুসলমান কখনোই তা মেনে নিতে পারেনা। আমরা সরকারের প্রতি দাবী জানাই আমাদেরকে স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে দিন। নতুবা এর পরিণতি শুভ হবে না। শান্তিপ্রিয় তৌহিদী জনতা জেগে উঠলে যে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হবে,তা থামাবার শক্তি আপনাদের নেই।
বক্তারা আরও বলেন, সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নাস্তিক্যবাদীর এজেন্ট সরকারকে ভূল বুঝিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।আমরা সরকারকে বলতে চাই, আল্লামা বাবুনগরী সহ আলেমদের কর্মসূচীতে বাধা দিয়ে নিজেকে ইসলাম বিরোধী শক্তির ভূমিকায় পরিচিত করবেন না।
হাটহাজারী ডাক বাংলো চত্বরে সমাবেশের পর মিছিলটি হাটহাজারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য আজ ঢাকায় রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, মাদারীপুর ওলামা সম্মেলন ও কুমিল্লার দয়াপুর মাদরাসার সম্মেলন সহ মোট তিনটি অনুষ্ঠান প্রশাসনের বাধায় পণ্ড হয়ে যায়।যাতে আল্লামা বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
হেফাজতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভীর সভাপতিত্বে ও মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আলী আকবর, মাওলানা এমরান সিকদার, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা আসাদুল্লাহ আসাদ প্রমূখ।