সিলেটের কুমারগাঁওয়ে জাতীয় গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের ফলে তৃতীয় দিনেও বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে সিলেটের বেশিরভাগ এলাকা।
অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেট। প্রায় ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখনও অন্ধকারে রয়েছে জেলার বেশিরভাগ এলাকা।
সিলেটের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা পুরো স্বাভাবিক হতে পারে।
সিলেট নগর ও সদর উপজেলায় প্রায় ৭৫ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট।
নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, দক্ষিণ সুরমা বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরের উপকণ্ঠের এলাকাগুলো ও বিভিন্ন উপজেলা।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাত পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বিভাগ-১, ২ ও ৪ এর আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকি এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ শুরু করতে কাজ চলছে। তবে পুরো স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সিটি করপোরেশনের পানি সরবরাহ স্বাভাবিক করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।