বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

সম্পর্ক স্থাপনের পর দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট

সম্পর্ক স্বাভাবিকীকরণে ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এবার দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ও বাহরাইন।

বুধবার বাহরাইনের সরকারি প্রতিনিধিদলের ইসরাইল সফরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন।

এখবর দিয়েছে সংবাদ মাধ্যম খবর ডেইলি সাবাহ।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি জানান, মানামায় একটি দূতাবাস খোলার ইসরাইলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে।

ইসরাইলেও দূতাবাস খোলার জন্য বাইরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা তাদের জানানো হয়েছে।

শিগগিরই এ প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরে মানামা সফর করবেন বলেও জানান তিনি।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি জানিয়েছেন, এ বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন। এ বছরের শেষ থেকেই বাহরাইনের নাগরিকরা ইসরাইল ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে।’

এর আগে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img