ফিলিস্তিনের হামাসের সাথে চলমান যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও হামাসের লেবানন শাখা।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলী বাহিনী বলেছে, বিকেলে লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে। এই হামলার কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ছোড়া অন্তত ৬টি রকেট আছড়ে পড়েছে বলে জানিয়েছে ইসরাইলী বাহিনী। এ সময় উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।
ইসরাইলী বাহিনী বলেছে, হিজবুল্লাহর ছোড়া একটি প্রোজেক্টাইলে বাধা দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। আর বাকি পাঁচটি উন্মুক্ত স্থানে পড়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি।
টাইমস অব ইসরাইর প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের লেবানন শাখা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এক বিবৃতিতে হামাস বলছে, তাদের লেবানন শাখার সদস্যরা ইসরায়েলের নাহারিয়া ও শ্লোমি শহরে ৩০টির মতো রকেট নিক্ষেপ করেছে।
পৃথকভাবে বিকেলের দিকে লেবানন থেকে নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের জার’ইত শহরে আঘাত করেছে। এ সময় জার’ইতের সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইডিএফ। লেবাননের যেসব এলাকা থেকে রকেট, ক্ষেপণাস্ত্র ও বন্দুক হামলা হয়েছে, সেসব এলাকা লক্ষ্য করে আইডিএফ গোলাবর্ষণ করছে।
সূত্র: টাইমস অব ইসরাইল