হামলার ভয়ে দক্ষিণ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের কন্সুলেট অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী প্রচণ্ড বিক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে চলেছে তখন আমেরিকা এই পদক্ষেপ নিল।
মঙ্গলবার দখলদার ইসরাইল গাজ্জার একটি হাসপাতালে বিমান হামলা চালায়। এতে ৫০০’র বেশি অসুস্থ ও আহত ফিলিস্তিনি শহীদ হন যার বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর বিক্ষোভ-প্রতিবাদ জোরদার হয়েছে। তবে মার্কিন সরকার ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে।
গতরাতে তুরস্কে মার্কিন দূতাবাস আদানা শহরের কনসুলেট বন্ধের ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আদানা কনসুলেট বন্ধ থাকবে। একইসাথে ওই এলাকায় যাওয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গাজ্জা-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে আগামী কয়েক সপ্তাহ তুরস্কে বিক্ষোভ-সমাবেশ হতে পারে। শান্তিপূর্ণ সমাবেশও সহিংস হয়ে উঠতে পারে। এসব বিক্ষোভ-সমাবেশে পুলিশের উপস্থিতি বাড়তে পারে এবং রাস্তা বন্ধ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
গাজ্জায় ইসরাইলের বিমান হামলা শুরুর পর বিশ্বব্যাপী ইসরাইল ও মার্কিন সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে।
পার্সটুডে