বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলের বিমান হামলায় শহীদ হলেন হামাস মহিলা শাখার প্রধান ড. জামিলা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় শাহাদাত বরণ করেছেন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মহিলা শাখার প্রধান ড. জামিলা আশ-শানতী বা উম্মে আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অবরুদ্ধ গাজ্জায় তার বাড়িতে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শাহাদাত বরণ করেন তিনি।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্বমানবতার শত্রু ইহুদিবাদীরা আজ তার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে করে ৬৮ বছর বয়সী এই বীরাঙ্গনা শহীদ হন। এর আগেও বিভিন্ন ভাবে তাকে হত্যার চেষ্টা চালিয়েছিলো ইহুদিবাদী সন্ত্রাসী বাহিনী। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছিলো। সর্বশেষ ২০০৬ সালে তার বাড়িতে বোমা হামলা চালিয়েছিলো ইসরাইলী বিমান বাহিনী, যখন তার নেতৃত্বে ফিলিস্তিনি নারীরা উত্তর গাজ্জার বাইতে হানুনের এক মসজিদে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ ও নিষেধাজ্ঞা ভেঙ্গে দিতে সফল হয়েছিলো। সেই হামলায় তিনি বেঁচে গেলেও শহীদ হোন তার ভাবি নাহলা আশ-শানতী সহ পরিবারের আরো ২জন ব্যক্তি।

উল্লেখ্য, শহীদ হওয়া ৬৮ বছর বয়সী বীরাঙ্গনা নারী জামিলা আশ-শানতী ছিলেন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ আর-রানতিসীর স্ত্রী।

২০০৬ সালে আরব আমিরাতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে গাজ্জায় ফিরে আসেন। সেই বছরই গাজ্জা নিয়ন্ত্রণকারী হামাস সরকারের আইন পরিষদের সদস্য হোন। পাশাপাশি ইসলামী প্রতিরোধ আন্দোলনটির পরিবর্তন ও সংস্কার বিভাগের সদস্য করে নেওয়া হয়। ২০১৩ সালে তাকে হামাস সরকারের নারী মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img