গত ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নিহতদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি ছিল শিশু ও নারী। এমনটিই জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল-কানউ।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, “বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইলি দখলদারিত্ব।”
তিনি বলেন, “হামাস ও তার সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মনোবল দখলদার ধ্বংসাত্মক বাহিনীর চেয়েও শক্তিশালী। আর যুদ্ধ দীর্ঘ বা সংক্ষিপ্ত যাই হোক না শত্রুকে নিঃসন্দেহে পরাজিত করা হবে।”
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে সৌদি আরব তার নাগরিকদের অবিলম্বে লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত গাঁজা উপত্যকার জনগণের প্রতি সংহতি প্রদর্শনের জন্য পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত দেশটির সমস্ত ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া।
সূত্র: মিডল ইস্ট মনিটর