ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ইসরায়েলি হামলায় শহীদ হাজার হাজার ফিলিস্তিনির সম্মানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই ঘোষণা দিয়েছেন।
এর আগে গাজ্জায় গণহত্যার ঘটনায় মিশর ও ইরানও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের সম্মানে তুরস্ক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘হাজার হাজার শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনের কথা চিন্তা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব শহীদদের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক।’
এরদোগান আরও বলেন, ‘তুরস্কের নাগরিক হিসাবে আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য বড় কষ্ট অনুভব করি।’