ভূমিকম্পে ফের কেঁপে উঠল ভারত শাসিত লাদাখ অঞ্চল। সোমবার ভোর ৪টা ৪৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ভারতের জাতীয় ভূমিকম্পবিষয়ক সংস্থা জানায় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে ৮ অক্টোবর লাদাখের কারগিলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তার আগে ৫.১ তীব্রতার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় লে’তে। দুটি ভূমিকম্পেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।