শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আহত ছাত্রদের দেখতে পটিয়া মাদরাসায় উপদেষ্টা ফারুক-ই-আজম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার আহত ছাত্র ও পটিয়ার সাধারণ শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে মাদরাসায় আসেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

রবিবার (১৮ আগষ্ট) দুপুরে আহত ছাত্রদের দেখতে মাদরাসায় আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফী।

উপদেষ্টা ফারুক-ই-আজম সকল আহত শিক্ষার্থীদের সরকারী ভাবে চিকিৎসার উদ্দ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে বলেও আশ্বাস দেন। সাথে সাথে পটিয়া আন্দোলনে যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করে নির্মমভাবে ছাত্রদেরকে আহত করেছে; তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে ডিসি, উইএনও, পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

মাননীয় উপদেষ্টাকে পটিয়ার ছাত্র সমাজ ফুল দিয়ে বরণ করতে চাইলে তিনি তা বিনয়ের সাথে না করে দেন।

তিনি বলেন, এখন ফুল দেওয়া ও নেওয়ার সময় নয়। এখন দেশ গঠনের সময়। আমরা আগে দেশটা গঠন করি সবাই মিলে। এরপর একে-অপরকে ফুল দিয়ে বরণ করে নেবো।

উল্লেখ, ৪ আগষ্ট চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ছাত্ররা পটিয়ায় মিছিল বাহির করলে মিছিলে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ যৌথ হামলা করলে ২০/২৫ ছাত্র গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img