শনিবার, জুলাই ২৭, ২০২৪

নেপালে আস্থা ভোটে জয় পেলেন নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর

নেপালে আস্থা ভোটে জয় পেয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। গত মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যেই এ ভোট অনুষ্ঠিত হয়। ৭৫ বছর বয়সী দেউবা এর আগে আরও চারবার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

রবিবার (১৮ জুলাই) দেশটির পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়।

পার্লামেন্টের স্পিকার অগ্নি সাপকোটা বলেন, আস্থা ভোটাভুটিতে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট প্রয়োজন হলেও দেউবা পান ১৬৫ ভোট, বিপক্ষে পড়ে ৮৩ ভোট।

আস্থা ভোটে জয়ের পর দেউবা বলেন, নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে কোভিডের সঙ্গে লড়াই।

এরআগে গত সোমবার দেশটির সুপ্রিম কোর্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির জায়গায় দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ দেয়। আদালতের রায়ে বলা হয়, তিন বছর ধরে ক্ষমতায় থাকা অলি পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img