শনিবার, জুলাই ২৭, ২০২৪

দ্বিতীয় বাংলাদেশ হওয়া থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে: শুভেন্দু

দ্বিতীয় বাংলাদেশ হওয়া থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ভারতমাতার সন্তান হয়ে বিজেপি করতে হবে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে হবে। আর তাই দলীয় পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। এ গেল, সে গেল, টিভিতে এসব দেখে বিচলিত হওয়ার কিছু নেই।

রবিবার (১৮ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের চণ্ডীপুরে এক সভায় এসব কথা বলেন ওই বিজেপি নেতা।

শুভেন্দু বলেন, যে ভোট আমরা পেয়েছি, তার ৮০ শতাংশ আমাদের ‘আদর্শগত’ ভোট। এই ভোট কোনোভাবে অন্য কারও নয়। কাজেই কে গেল, আমাদের তাতে কিছু আসে যায় না। কোনো চিন্তা করার কারণ নেই।

শুভেন্দু আরও বলেন, অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, রাজ্যে ২৯৪ আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি বিজেপি পেয়েই যাবে। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব। চণ্ডীপুরটা হারলে হারুক। তাতে কিছু প্রভাব পড়বে না। এই আত্মতুষ্টির কারণে আমরা হেরেছি।

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা শুভেন্দু অধিকারী গত বছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img