শনিবার, জুলাই ২৭, ২০২৪

মীমাংসা ছাড়াই শেষ হলো আফগান সরকার ও তালেবানের সংলাপ

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে দেশটির মার্কিনপন্থী সরকার ও তালেবান প্রতিনিধি দলের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংলাপ কোনো প্রকার সমাধানে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। তবে উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে রোববার এক যৌথ বিবৃতিতে জানায় দুই পক্ষের প্রতিনিধি দল।

এর আগে শনিবার দোহায় দুই পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষ কোনো সমাধানে না পৌঁছানো পর্যন্ত শান্তি আলোচনায় দৃঢ় প্রতিজ্ঞ।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আফগানিস্তানজুড়ে মানবিক সহায়তা পৌঁছাতে আমরা কাজ করে যাবো।’

উভয়পক্ষ শিগগিরই আবার বৈঠকে বসবে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে দোহায় সম্মেলন স্থল থেকে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভায়িদ বলেন, ‘উভয়পক্ষ এক উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খসড়া উপস্থাপন করেছে যেখানে সবশেষে তারা পারস্পরিক আলোচনায় সম্মতি ও আলোচনায় গতি বাড়ানোর কথা জানিয়েছে। আলোচনার মাত্রা তরান্বিত করার বিষয়ে তারা সম্মত হয়েছে।’

দুই পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের সন্ত্রাসবিরোধী দূত মুতলাক আল-কাহতানি জানান, আগামী সপ্তাহে উভয়পক্ষ আবার আলোচনায় বসবে।

যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের গত বছর স্বাক্ষরিত দোহা চুক্তি অনুযায়ী বিগত কয়েক মাস আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করে আসছে তালেবান। কিন্তু দীর্ঘ আলোচনা সত্ত্বেও এখনো পর্যন্ত উভয়পক্ষ কোনো মীমাংসায় পৌঁছাতে পারেনি।

আফগানিস্তান সরকারের পক্ষে দেশটি জাতীয় সমন্বয় বিষয়ক হাই কাউন্সিলের প্রধান ও সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার।

সূত্র : আলজাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img