শনিবার, জুলাই ২৭, ২০২৪

ইরানে তীব্র পানির সংকটে বিক্ষোভ, নিহত ১

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকটের কারণে চলা বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে গাসেম খোজেরি (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

খুজিস্তান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর ওমিদ সাব্রিপুর বলেন, বিক্ষোভে দাঙ্গাবাজরা উত্তেজনা সৃষ্টি করতে আকাশে গুলি ছোড়ে। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নিহত যু্বকের চাচা বলেন, খোজেরি কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল। কিন্তু ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নিহতের চাচা আরও বলেন, খোজেরি সম্পূর্ণ রক্তাক্ত শরীর নিয়ে বাড়ি পর্যন্ত আসতে সক্ষম হয়। কিন্তু পরে তাকে বাঁচানো যায়নি। তবে তাকে কে বা কারা গুলি করেছে সেটা সে জানিয়ে যেতে পারেনি।

প্রসঙ্গত, তীব্র খরার কারণে পানি ও বিদ্যুৎসংকটে ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পানি সংকটের কারণে ইরানের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রগুলো। ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, অনাবৃষ্টির কারণে এই পানিসংকট দেখা দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img