মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ইনসাফ অন্যদের জন্য অনুকরণীয়

যুবাইর মাহমুদ | অনলাইন এক্টিভিস্ট


দেখতে দেখতে অর্ধযুগ অতিক্রম করল দেশের প্রথম ইসলামী ঘরনার সংবাদ মাধ্যম ইনসাফ। দীর্ঘ এ পথচলায় ইনসাফকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। ইনসাফের শুরুটা ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং। তখন মিডিয়ায় কাজ করার চিন্তা করাটাও কঠিন ব্যাপার ছিল। ইনসাফ সেই কঠিন কাজটিকেই বেছে নিয়েছে এগিয়ে যাবার জন্য।

প্রিয় মাহফুজ খন্দকারের সাহস, উদ্দীপনা, দৃঢ়তা ও অবিচলতা ইনসাফকে এতদূর নিয়ে এসেছে। পাশাপাশি মুরুব্বিগণের পরামর্শ এবং পাঠকদের আকুণ্ঠ সমর্থন তো ছিলই।

নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ইনসাফ অন্যদের জন্য অনুকরণীয়। এ কারণেই দেশের সর্বোস্তরের উলামায়ে কেরামের কাছে এক আস্থার প্রতীক ইনসাফ।

আগামীর পথচলায় ইনসাফ এগিয়ে যাক অনেক দূর। স্বপ্নকেও ছাড়িয়ে যাক সাফল্যের সাথে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img