বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমেরিকার প্রতিটি ভেটো গাজ্জার হাজার হাজার মানুষের প্রাণ হারানোর কারণ: রাশিয়া

জাতিসংঘে আমেরিকার প্রতিটি ভেটো অবরুদ্ধ গাজ্জার হাজার মানুষের প্রাণ হারানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে দাবী করেছে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া।

শুক্রবার (১৯ এপ্রিল) নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে কথা জানান দেশটির জাতিসংঘ প্রতিনিধি ভ্যাসিলি নেবিনজায়া।

নেবিনজায়া বলেন, গাজ্জা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রয়োগ করা আমেরিকার প্রতিটি ভেটো নিছক পরিসংখ্যান নয় বরং প্রতিটির পেছনে ভয়ানক মূল্য পরিশোধ করতে হয়। তা গাজ্জার হাজার হাজার বেসামরিক জনগণের প্রাণ হারানোর কারণ।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। উত্তেজনা বেড়ে চলেছে। নতুন নতুন দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়ছে।

উত্তেজনা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া গাজ্জায় জাতিসংঘের মানবিক রেজুলেশনের বাস্তবায়ন সম্ভব নয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আজ জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির খসড়া প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয় গাজ্জা গণহত্যায় অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মদদ দিয়ে যাওয়া দেশ আমেরিকা।

এর আগে এক কূটনৈতিক সূত্রে আমেরিকান সংবাদমাধ্যম ইন্টারসেপ্টে বলা হয়েছিলো যে, দেশজুড়ে বিক্ষোভ হতে থাকায় আমেরিকা তার ভেটো ক্ষমতার প্রয়োগ না ঘটিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকানোর চেষ্টা করছে। এজন্য নিরাপত্তা পরিষদের উপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, বুধবার (১৭ এপ্রিল) ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করে নিতে জাতিসংঘকে অনুরোধ জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ফিলিস্তিনের অফিসিয়াল এক্স একাউন্টে এবিষয়ে নিরাপত্তা পরিষদের ইস্যুকৃত সুপারিশনামার ছবি যুক্ত করে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘে রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্যপদ লাভের খসড়া প্রস্তাব দাখিল করেছে আলজেরিয়ার জাতিসংঘ প্রতিনিধি।

সুপারিশনামায় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়, পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আবেদনটি যাচাই সাপেক্ষে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে অনুরোধ জানাচ্ছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে যেনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়।

এই লক্ষ্যেই আজ খসড়া প্রস্তাবটির উপর জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের আয়োজন হয়। জাতিসংঘের নিয়ম অনুসারে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্র ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, চীন ও রাশিয়ার সম্মতি, অসম্মতি, সমর্থন এবং অসমর্থন জাতিসংঘের যেকোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার জন্য চূড়ান্ত বলে বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে তারা যেকোনো প্রস্তাব বাতিলের জন্য ভেটো প্রদানের পূর্ণ ক্ষমতা রাখেন। এমনকি সাধারণ পরিষদের ভোটাভুটিতে ভেটো প্রদানের নিয়ম না থাকলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সম্মতি-অসম্মতি যেহেতু চূড়ান্ত বলে পরিগণিত হয়, তাই একেও অসম্মতিকেও ভেটো বলে বিবেচনা করা হয়।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img