ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দাবি হামাসকে গাজ্জা থেকে সরিয়ে দেওয়া হবে, এটি হাস্যকর, নিছক মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিরোধ চলমান থাকবে এবং হামাসকে নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয়। গাজার ভবিষ্যৎ যে কোনো বন্দোবস্ত ফিলিস্তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্ধারিত হবে
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে জিম্মি মুুক্তি ইস্যুতে একটি ঘোষণায় তিনি এসব কথা বলেন।
হাজেম কাসেম বলেন, আমরা ইসরাইলের অবশিষ্ট সব বন্দিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত। তবে এন জন্য শর্ত হলো, ইসরাইল তাদের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে আসতে হবে।
তিনি বলেন বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা মুক্তি পাওয়া জিম্মিদের সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে, কারণ তারা ইতোমধ্যে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেখিয়েছে।
এদিকে, কাতার ও মিসর এই আলোচনা সফল করতে নতুন করে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। উভয় দেশ হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি স্থায়ী করার পথ বের করতে চাইছে। তবে ইসরাইলের কট্টরপন্থি মন্ত্রীরা হামাসের কোনো শর্ত মেনে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা আলোচনাকে আরও কঠিন করে তুলছে।
বিশ্লেষকরা বলছেন, হামাসের নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে যুদ্ধবিরতির দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হতে পারে। তবে ইসরাইল এই শর্তে রাজি না হলে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে।