বুধবার, জুন ২৫, ২০২৫

রাজাকারদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছিল জিয়াউর রহমান: হানিফ

spot_imgspot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। রাজাকার আলবদরদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছিল জিয়াউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করার মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছিল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিভাজিত মানসিকতার কারণে সরকারের ভালো কাজের প্রশংসা করছে না বিএনপি।

হানিফ আরও বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াক এটা আমরা চাই না। সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img